হাল ছেড়ো না বন্ধু তে স্বাগতম
ইতিবাচক ভাবনা প্রদানকারী
চন্দা মাহজাবীন ১৯৬২ সালের ৫ ই জুন সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক শিকড় চচট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় এবং মায়ের বাড়ি সিলেট জেলার কুলাউড়ায়। পিতা জনাব কামাল উদ্দিন আহমেদ সরকারি চাকুরিজীবী হওয়ার সুবাদে চন্দা মাহজাবিনের শৈশব কেটেছে দেশের বিভিন্ন জেলায়। তিনি চট্টগ্রামের ডঃ খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস.এস.সি এবং চট্টগ্রাম নাসিরাবাদ গার্লস কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।তিনি চট্টগ্রাম কমার্স কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি ডিগ্রি প্রাপ্ত হোন।
১৯৮১ সালে চন্দা মাহজাবীন জাতীয় দলের ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার মোঃ মোসাব্বের হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিন পুত্র,এক কন্যা, পুত্রবধূ ও নাতনিদের নিয়ে তার সুবৃহৎ পরিবার।
ব্যক্তিগত জীবনে চন্দা মাহজাবীন একজন অত্যন্ত বন্ধুবৎসল, সদালাপী ব্যক্তিত্ব।বর্তমানে যার একমাত্র লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো। তিনি এখন পেট্রোলিয়াম ব্যবসার সাথে জড়িত। আশির দশকে বিটিভির নাটকের একজন প্রিয়মুখ ছিলেন চন্দা মাহজাবীন। এছাড়াও তিনি নাটক পরিচালনার সাথে যুক্ত আছেন।
হাল ছেড়ো না বন্ধু…. চন্দা মাহজাবীন এর সম্পূর্ণ ব্যক্তিগত একটি প্লাটফর্ম, সেখানে নৈতিক বক্তা হিসেবে তিনি জীবনধর্মী শিক্ষামূলক কথা বলে থাকেন। ইউটিউবেও তার ১৫০০ অধিক শিক্ষামূলক ভিডিও রয়েছে। Quotable Quotes of Chanda Mahjabeen নামে তার রয়েছে ফেসবুক পেইজ, যেখানে অভিজ্ঞতার আলোকে রচিত অসংখ্য প্রবাদ বাক্য রয়েছে যা জীবনের চলার পথে মানুষের জন্য শিক্ষনীয়।
একটাই জীবন. …. সমস্যার প্রতিকূলতায় হতাশ না হয়ে যুদ্ধ করে জয়ী হওয়াই হাল ছেড়ো না বন্ধুর মূলমন্ত্র।